Festival and celebrations

1 month ago

Durga Puja 2024: ডিজনিল্যান্ডের পর এবার কোন সাজে সাজচ্ছে শ্রীভূমি , জানেন?

Sreebhumi
Sreebhumi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। হাতে গোনা আর মাত্র ৫৬ দিনের অপেক্ষা। বড় বড় পুজো প্যান্ডেলে ইতিমধ্যেই শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। সেই সঙ্গে সেজে উঠছে শ্রীভূমিও। বুর্জ খলিফা, ভ্যাটিক্যান সিটি, ডিজনিল্যান্ডের পর এবার কোন সাজে দেখা যাবে শ্রীভূমিকে? সেই নিয়ে আমজনতার মনে চলছে উত্তেজনা।

প্রতিবছরই শ্রীভূমির অসাধারণ প্যান্ডেলের জন্য মানুষের ঢল নামে। তাই শ্রীভূমির থিম নিয়ে মানুষের মনে বরাবরই একটা উদ্দীপনা থাকে। কলকাতার এই তাবড় পুজো এবার ৫২ বছরে পা দিচ্ছে। মানুষের আবেগকে ধরে রাখতে এবারে শ্রীভূমির পুজোর থিম, দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজি মন্দির। 

এই মন্দির ঘিরে একাধিক বিশেষত্বের কথা শোনা যায়। তবে আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে ধনী এই মন্দির। সূত্র মারফত খবর, মোট সম্পত্তির পরিমাণ ২.৫ লাখ কোটি টাকা। সেখানের হুন্ডিতেই বার্ষিক ১৪ হাজার কোটি টাকা পড়ে বলে জানা গিয়েছে। 

You might also like!