Festival and celebrations

2 weeks ago

Durga Puja 2024: দুর্গা পুজোর ৯ দিন কোন রঙের পোশাক পড়লেই হবে মালামাল? পুজোর আগে জেনে নিন!

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলার দোরগোড়ায় কড়া নারছে দুর্গাপুজো। আর মাত্র এক সপ্তাহ বাকি। এই দুর্গা পুজোকে ঘিরে সেজে ওঠে গোটা রাজ্য। জামাকাপড় থেকে শুরু করে সাজ-গোজ, সব কিছুতেই পুজোর আবহে থাকে নতুনত্বের ছোঁয়া। এবার জামাকাপড়ের রঙেই রয়েছে ভাগ্য বদলের চাবিকাঠি। 

শাস্ত্রমতে এই দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, এই সময়ে ন’টি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করা হয়। এই ৯ রঙের ছোঁয়া পোশাকে থাকলে শুভ ফল পাওয়া য়ায়। 

নবরাত্রি প্রথম দিন : -নবরাত্রির প্রথম দিনে পুজো হয় মা শৈল পুত্রীর। দেবী শৈল পুত্রীর পুজোতে হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়।

নবরাত্রির দ্বিতীয় দিন:- এইদিন ব্রহ্মচারিণীর পুজো হয়। এদিন সবুজ রং পড়তে পারেন। এই রং হল বৃদ্ধি ও উর্বরতার প্রতীক।

নবরাত্রীর তৃতীয় দিন :- নবরাত্রীর তৃতীয় দিনে চন্দ্র ঘণ্টার পুজো করা হয়। এদিন বাদামি রঙের পোশাক পরা খুব শুভ।

নবরাত্রির চতুর্থ দিন :- নবরাত্রি চতুর্থ দিনে কুস্মন্ডার পুজো হয়। এদিন কমলা রঙ্গের পোশাক বেছে নিতে পারেন। এতে জীবনে ইতিবাচকতা আসে।

নবরাত্রির পঞ্চম দিন :-এইদিনে স্কন্ধ মাতার আরাধনা করা হয়। এদিন তাই সাদা পোশাক পরা শুভ। সাদা রং হল বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক। তাই এইদিন সাদা রঙের পোশাক পরতেই পারেন।

নবরাত্রির ষষ্ঠ দিন :- এইদিনে কাত্তায়নীর পুজো করা হয়। এই সময় লাল রঙের পোশাক পরা শুভ। মনে করা হয়, লাল রঙের পোশাক ভক্তদের শক্তি জোগায়।

নবরাত্রির সপ্তম দিন : -সপ্তম দিনে কাল রাত্রের আরাধনা করা হয়। এদিন তাই নীল রঙের পোশাক পরা শুভ।

নবরাত্রির অষ্টম দিন :- এইদিনে মা মহা গৌরীর পূজা করা হয়। এদিন তাই গোলাপি রঙের পোশাক পরা শুভ। মনে করা হয় এইদিন গোলাপী রঙের পোশাক পরলে জীবনে শান্তি ফিরে আসে।

You might also like!