দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নুসরত জাহান, টলি উডের একজন অন্যতম অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বর্তমানে ছেলে ঈশানের জন্মের পরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে খানিক বিরতি নিয়েছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই ট্রোলের স্বীকার হলেন তিনি।
লেমন গ্রিন রঙের অফ শোল্ডার টপ সঙ্গে হট প্যান্ট পরা কতকগুলি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে স্পষ্ট তাঁর বুকের ট্যাটু। সঙ্গে হালকা হালকা বোঝা যাচ্ছিল তাঁর শরীরের স্ট্রেচমার্কও। আর তা দেখে শুরু নেটিজেনদের বাক্যবান।কেউ লিখেছেন, 'আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।' আবার কারও মন্তব্য, 'ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন।' আর একজন মন্তব্য করেছেন, 'একটু খাওয়া দাওয়া করুন, এত রোগা দেখতে ভাল লাগে না।' তবে শুধু এই ধরনের মন্তব্যই নয়, বেশ কিছু জন অশালীন মন্তব্য করতেও ছাড়েননি। তবে এইসব কটাক্ষের কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো করে ছবি পোস্ট করে চলেছেন নুসরত।