Entertainment

6 days ago

Actor Kajal: কথায় কথায় রাগ, এ যেন দ্বিতীয় জয়া! নেটিজেনদের আক্রমণে কি বললেন কাজল?

Kajal Devgon
Kajal Devgon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অভিনেত্রী কাজল, বলিউডের অন্যতম অভিনেত্রী। বাছাই করা চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতায় অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন কাজল। তবে মাঝে মধ্যেই মেজাজ হারাছেন কাজল।

প্রতি বছর ধুমধাম করে মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতে দুর্গাপুজো হয়। বিশেষ দায়িত্বে থাকেন কাজল। এ বারও তার অন্যথা হয়নি। কোমর বেঁধে বাড়ির পুজোর কাজ করেছেন অভিনেত্রী। আর সেই পুজোতেই বারংবার মেজাজ হারাচ্ছেন কাজল।

পুজোমণ্ডপে জুতো পরে ছবিশিকারিরা ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন, 'এখনই জুতো খুলে আসুন। এখানে পুজো হচ্ছে, ভুলে যাবেন না।'

এই সব দেখেই নেটাগরিকের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনও কোনও দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এই নিয়ে কোনও আফসোস নেই তাঁর। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনও পরিবর্তন আনতে নারাজ কাজল।

কাজল মনে করেন, আজকাল সব কিছুই সমাজমাধ্যমে বিচার করা হয়। সাজানো নিখুঁত বিষয়গুলির জয়জয়কার করেন মানুষ। কিন্তু বাস্তব দেখলে তা তাঁরা গ্রহণ করতে পারেন না। কাজল জানান, সমাজমাধ্যমে তিনি ভণিতা করতে জানেন না। নিজে যেমন, তেমন ভাবেই ছবিশিকারিদের ক্যামেরার সামনে আসেন। স্বাভাবিক মানুষের মতো কোনও কোনও দিন তাঁরও মেজাজ ভাল থাকে না।

You might also like!