Entertainment

1 week ago

Aishwarya Rai: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের সমীকরণ কোনদিকে? মুছে ফেললেন 'বচ্চন' পদবীও, সত্যিই কি তাই?

Aishwarya Rai.
Aishwarya Rai.

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বর্যা। সেখানে পরিচিতিতে নিজের নামের পাশ থেকে মুছে দিয়েছেন ‘বচ্চন’পদবি। নিজেকে বিশ্বের কাছে ফের শুধু ঐশ্বর্যা রাই নামেই পরিচয় দিলেন।

 ইতিমধ্যে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন-কে ঘিরে বলিউড জগৎ বেশ সরগরম। তাঁদের দাম্পত্য কলহ নিয়ে তোলপাড় বলিউডের সর্বত্র। 

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের মধ্যে বিবাহবিচ্ছেদের গুজব গত কয়েক মাস ধরে শিরোনাম হচ্ছে। তবে দুই তারকার কেউই স্পষ্টভাবে তা অস্বীকার না করলেও তাদের কথা ও আচরণের মাধ্যমে দেখিয়েছেন যে এসব গুজব ভিত্তিহীন। 

এরই মাঝে গ্লোবাল উইমেন্স ফোরামের এক  অনুষ্ঠানে ঐশ্বর্যা দুবাইয়ে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার হয়। সেখানেই বলা হয় ঐশ্বরিয়া রাই তার নাম থেকে বচ্চন উপাধি বাদ দিয়েছেন। এই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধুমাত্র‘ঐশ্বর্য রাই’নামটা।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ার এতোদিনের গুঞ্জন আরও জোরালো হতে শুরু করেছে। 'বচ্চন' পদবী দেখা না যাওয়ায় বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। বর্তমানে ইন্ডাস্ট্রির অন্দরে রাই সুন্দরী এবং জুনিয়র বচ্চনের বৈবাহিক জীবন মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।




You might also like!