কলকাতা, ২৫ মার্চ : “এত শিল্পী প্রতিভা নিয়ে আপনারা এতদিন কোথায় লুকিয়ে ছিলেন ভাই! হায় ভগবান!!” রোজগেরে গিন্নি খ্যাত পরমা বন্দ্যোপাধ্যায় এই ভাষাতেই তোপ দাগলেন ধৃত হুগলির প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ, কামারহাটি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার শ্বেতা নিয়োগকাণ্ডে ধৃত শ্বেতা চক্রবর্তীকে। এহেন অভিনেত্রী অয়ন শীলের প্রোমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে অভিনয়ও করেছেন। আর তাতেই দামি গাড়ি উপহার পান তিনি। শ্বেতার এই উপহার পাওয়াকেই ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে পরিশ্রম করা পরমা ‘দুর্ভাগ্য’ বলেই ব্যাখ্যা করলেন। শুক্রবার পরমার ফেসবুক মন্তব্য শনিবার একটি দৈনিকের অনলাইন মাধ্যম প্রকাশ করেছে। পরমার ফেসবুকের মত এতেও বাড়ছে প্রতিক্রিয়ার সংখ্যা।
পরমা লিখেছেন, “দীর্ঘ প্রায় ২০ বছর টিভি-র দারুন জনপ্রিয় অনুষ্ঠান (অন্তত লোকে তাই বলে) হোস্ট করে, ও পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান করেও এত টাকা কোনোদিন রোজগার করতে পারি নি যে একটা ৪০ লাখ এর গাড়ি কিনে ফেলবো! কি দুর্ভাগ্য , কোনো ডিরেক্টর দাদা রাও কোনদিন গাড়ি বাড়ি " গিফট " বা পারিশ্রমিক হিসেবে দেওয়ার কথা বলেননি। এরকম প্রস্তাবও দেননি যে পারিশ্রমিকের বদলে একটা বাড়ি বা গাড়ি নেওয়া যেতে পারে।
আর আজ কোথা থেকে রোজ রোজ নতুন নতুন শর্ট" ফ্লিম" এ অভিনয় করা/ স্টেজ শো করা অ্যাক্টর অ্যাঙ্কর (যাদের কোনোদিনও কোথাও কেউ দেখেছে বলে মনে করা যাচ্ছেনা) ইন্টারভিউতে বলছে, কোটি টাকার ফ্ল্যাট গাড়ি বাড়ি— সঅঅঅঅব নাকি তারা একটি দুটি শর্ট " ফ্লিম"-এ অভিনয় করে পেয়েছে! এত শিল্পী প্রতিভা নিয়ে আপনারা এতদিন কোথায় লুকিয়ে ছিলেন ভাই !
হায় ভগবান!“
একটা সময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান রোজগেরে গিন্নি। সকলের কাছে জনপ্রিয়ও হয়ে উঠেছে ধীরে ধীরে। সেই অনুষ্ঠান করেও এত টাকা উপার্জন করেননি, যা সদ্য ইন্ডাস্ট্রিতে এসেই এক একজন উপার্জন করে নিচ্ছে বলে দাবি। তিনি লেখেন, “দীর্ঘ প্রায় ২০ বছর টিভির জনপ্রিয় অনুষ্ঠান (অন্তত লোকে তাই বলে) হোস্ট করে, ও পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান করেও এত টাকা কোনোদিন রোজগার করতে পারিনি যে একটা ৪০ লাখ এর গাড়ি কিনে ফেলবো!”