Entertainment

2 weeks ago

Virat Thanks Anushka for support: T20 বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি আনুশকা শর্মাকে ধন্যবাদ জানালেন ,'এই জয় যতটা আমার ততটাই তোমার...'

Virat Thanks Anushka for support
Virat Thanks Anushka for support

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপজুড়ে সময়টা ভালো যাচ্ছিল না বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে কোহলিকে নিয়ে সমালোচনার জবাবে রোহিত শর্মা ভবিষ্যদ্বাণীটা করেই ফেলেছিলেন, ফাইনালের জন্য সব জমিয়ে রেখেছে সে। ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে দলের টপ অর্ডারে ধস নেমেছিল ভারতের। সে সময় ঢাল হয়ে দাঁড়ান কোহলি। ভারত বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা দিয়েছিলেন আনুশকা শর্মা। সেই বার্তার জবাব দিলেন কোহলি। ইনস্টাগ্রামে একটি পোস্টে আনুশকার প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। এটাও লিখেছেন, আনুশকা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হতো না।

বার্বাডোজে বিশ্বকাপ জয়ে ইতিহাস তৈরির পর সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট বিরাটের ৷ ক্যানডিড পিকচার তুলে ধরে কোহলি লেখেন, "তোমাকে ছাড়া কোনও কিছু সম্ভব নয় ৷ তুমি আমাকে শিখিয়েছো, কীভাবে মাটির কাছাকাছি থাকতে, সততার সঙ্গে নিজের কাজ করে যেতে ৷ শিখিয়েছো যত খারাপ পরিস্থিতি হোক না কেন, উদার থাকতে ৷ তোমায় কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ৷ এই জয় যতটা আমার, ততটাই তোমার ৷ ধন্যবাদ পাশে থাকার জন্য ৷ সারাজীবন এইরকমই থেকো ৷"

আসলে বাড়িতে বসেই বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন অনুষ্কা ৷ দুর্ধর্ষ জয়ের পর তিনি কোহলির একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ পোস্টে লেখেন, "আর.... আমি ভালোবাসি এই মানুষটাকে ৷ তোমাকে আমার পরিবার ভাবতে পেরে কৃতজ্ঞ ৷ এখন যাও আর এই আনন্দ উদযাপনের জন্য আমার জন্য স্পার্কলিং ওয়াটার নিয়ে এসো ৷" বলিউডের পরীর এই মন্তব্যের পর শুভেচ্ছা বন্যা আসে নেটিজেনদেরও ৷

অনুষ্কা আরও একটি পোস্টে উল্লেখ করেন, কীভাবে তাঁদের মেয়ে ভামিকা টেলিভিশনে খেলোয়াড়দের কান্না দেখে চিন্তায় পড়ে গিয়েছিল ৷ অনুষ্কা লেখেন, "সমস্ত খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল, তাঁদের আলিঙ্গন করার জন্য কেউ থাকবে তো ? হ্যাঁ, আমার সোনা, তাদের 1.5 বিলিয়ন মানুষ জড়িয়ে ধরেছে। কী অসাধারণ জয় এবং কী কিংবদন্তি অর্জন !! চ্যাম্পিয়নস- অভিনন্দন !!"

উল্লেখ্য, দীর্ঘ 13 বছর পর দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়ার অন্যতম চালিকাশক্তি নিঃসন্দেহে বিরাট কোহলি ৷ পুরো জার্নিতে অনুষ্কা শর্মা যেভাবে পাশে ছিলেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন কোহলি ৷

You might also like!