Entertainment

3 weeks ago

Vicky Kaushal : 'স্যাম বাহাদুর'-এর প্রচারে কলকাতায় ভিকি, ঘুরলেন শহর, বললেন বাংলাও

Vicky Kaushal
Vicky Kaushal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'স্যাম বাহাদুর'-এর প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা ভিকি কৌশল । বিভিন্ন শহরে ঘুরছেন । এবার সিটি অফ জয়-এও পা রাখলেন 'উরি' অভিনেতা । বাংলায় এসে বাংলাতে কথাও বললেন । আর ঘুরে দেখলেন শহর । কলকাতা সফরের টুকরো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিকি । যা মুহূর্তেই ভাইরাল হয়েছে ।

কোথায় কোথায় ঘুরলেন ভিকি ? শহরে পা দিয়েই পৌঁছে গিয়েছিলেন ফোর্ট উইলিয়াম । সেখানে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান। ছবি তোলেন। উল্লেখ্য, ফোর্ট উইলিয়ামে ছবির একটা ছোট দৃশ্যের শুটিং হয়েছে । এরপর ময়দান ঘুরে চলে যান ভবানীপুর কলেজে । সেখানেই স্পষ্ট বাংলায় ভিকিকে বলতে শোনা যায়, 'কেমন আছ কলকাতা?' 'আমি তোমাদের সবাইকে ভালোবাসি।' ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলান, সিনেমার বিখ্যাত ডায়লগ শোনা যায় তাঁর মুখে । সিনেমার গানও বাজে ব্যাকগ্রাউন্ডে ।

ভিডিও পোস্ট করে ভিকি লেখেন, "ধন্যবাদ কলকাতা… সত্যিই আনন্দের শহর! আমাদের পরবর্তী যাত্রা... শীঘ্রই দেখা হবে। লখনউ!" উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'স্যাম বাহাদুর'। মেঘনা গুলজার দ্বারা পরিচালিত সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে ফাতিমা সানা শেখকে । স্যামের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ।

You might also like!