Entertainment

10 months ago

International Emmy Awards : আন্তর্জাতিক মঞ্চে সেরা বীর দাস, কমেডির জন্য জিতলেন এমি অ্যাওয়ার্ড

Vir Das
Vir Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতকে বিশ্বমঞ্চে গর্বিত করলেন বীর দাস । কমেডির জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন বীর । সেরার শিরোপা পেল তাঁর নেটফ্লিক্স কমেডি শো 'বীর দাস: ল্যান্ডিং ' । অবশ্য একইবিভাগে তাঁর সঙ্গে অ্যাওয়ার্ড শেয়ার করেছে ‘ডেরি গার্লস সিজন ৩’ । অ্যাওয়ার্ড হাতে নিয়ে ছবিও শেয়ার করেছেন বীর ।
ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এক্স হ্যান্ডেল থেকে খবরটি শেয়ার করা হয় । এরপর বীর এমি অ্যাওয়ার্ড হাতে একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে লেখেন, 'ভারতের জন্য, ভারতের কমেডির জন্য়। আমার প্রতিটা শব্দ, প্রতিটা শ্বাস।' তাঁকে এত সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এমিকে ।
বীর দাসের পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করেছেন একতা কাপুরও । আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি ।

You might also like!