Entertainment

1 week ago

Coffee with Karan: কফি উইথ করণে এসে করণ জোহরের দিকে আঙুল তুললেন বরুণ?

Varun Dhawan And Karan Johar in Coffee With Karan Show
Varun Dhawan And Karan Johar in Coffee With Karan Show

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি প্রকাশ্যে এসেছে করণ জোহরের 'কফি উইথ করণে'র নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, কাজল, করিনা, রানি মুখোপাধ্যায়, অজয় দেবগন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আলিয়া ভাটকে। আর এই প্রমো ঘিরেই শুরু হয়েছে জল্পনা। 

নতুন এই প্রমোতে দেখা যাচ্ছে, কাজল, করিনা কাপুর খান KJO-কে ট্রোল করছেন। আর বরুণের বলতে শো যাচ্ছে ‘করণ জোহর, ঘর তোড়ে’৷  অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘করণ ঘর ভেঙেছেন’। এর পরে করণকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, ‘শুধু চুপ থাক, আমি এটা সহ্য করতে পারছি না।’ এরপর তীব্র ট্রোলিংয়ের মুখে Koffee With Karan-এর চেয়ার ছেড়ে উঠে যেতে দেখা যায় করণকে।

ক্যাপশনে করণ লিখেছেন, ‘আরও অনেক কিছু তৈরি হচ্ছে...কিন্তু আপনি কি এই কফি ফাঁল হওয়ার জন্য প্রস্তুত?’

You might also like!