Entertainment

3 weeks ago

Arjun Kapoor And Malaika Arora:প্রেমের ইতি, বন্ধুত্বের শুরু? ৫২ বছরে মলাইকাকে অর্জুনের শুভেচ্ছা বার্তায় জল্পনা

Arjun Kapoor Shares Cryptic Note Malaika Arora Birthday
Arjun Kapoor Shares Cryptic Note Malaika Arora Birthday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ ঘটলেও মলাইকা অরোরাকে ভুলতে পারেননি অর্জুন কাপুর; প্রায়ই তাঁর মুখে শোনা যায় মলাইকার কথা, অভিনেত্রীর বিপদে পাশে থাকা প্রাক্তন প্রেমিক তাঁর জন্মদিনে কী বিশেষ প্রার্থনা করলেন, সেই কৌতূহল এখন তুঙ্গে।

৫২ বছরে পা দিলেন মলাইকা অরোরা। তাঁর বয়স যেন সামনে দৌড়োচ্ছে না বরং উল্টো দিকে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কী ভাবে এমন যৌবন ধরে রেখেছেন, সেই নিয়ে নানা কথা শুনতে হয় তাঁকে। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তাঁর প্রেম চলাকালীন তাঁদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হত তাঁকে।

অর্জুনের সঙ্গে তাঁদের সম্পর্ক ভাঙার পরও বার বার তা জোড়া লাগার গুঞ্জন শোনা গিয়েছে। মলাইকার জন্মদিনে সেই গুঞ্জন উস্কে অর্জুন লেখেন, ‘‘শুভ জন্মদিন। সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও।’’ এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অভিনেতা? সেটা স্পষ্ট নয়।

গত বছর জুন মাসে মলাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে, জানিয়েছিলেন সেই সূত্র। কিন্তু তার পরেই অর্জুনের জন্মদিনে মলাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। তবে মলাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি। সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনওই প্রকাশ্যে কিছু জানাননি মলাইকা।


You might also like!