Entertainment

4 days ago

Rupanjana Mitra: "এই মানুষগুলোই আমাদের শিখিয়েছেন..."! শিক্ষক দিবসে বিস্ফোরক মন্তব্য রূপাঞ্জনার

Rupanjana  Mitra (Symbolic Picture)
Rupanjana Mitra (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টলি পাড়ায় বিদ্রোহীদের মধ্যে পরিচিত মুখ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সমাজের নানা অপ্রীতিকর ঘটনা নিয়ে সর্বদাই সুর চড়ান এই টলি সুন্দরী। এবার আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর মধ্যে দীর্ঘদিন ধরেই যে ক্ষোভ জমা হচ্ছিলো তা তাঁর আজকের পোস্টেই জলের মতো পরিষ্কার। ইন্ডাস্ট্রির অন্দরের দুর্নীতিগ্রস্ত মানুষদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এতো ক্ষোভ তাঁর? তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তা অবশ্য তিনি নিজে কিছুটা পরিষ্কার করে দিয়েছেন।

সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট করে জানান, "এই মানুষগুলোই আমাদের শিখিয়েছেন। তাঁরা না থাকলে এই প্রতিবাদী সত্ত্বাটা ফুটে বাইরে আসত না। শিক্ষক যে সব সময় ভাল হতে হবে তার কোনও মানে নেই।এতদিন আমরা সেই শিক্ষককে দেখে এসেছি যাঁদের কাছে পড়াশোনা শিখেছি। তাঁদের আইডিয়াল শিক্ষক হিসাবেই জেনে এসেছি। কিন্তু বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি যেখানে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের নীতির সঙ্গে আপোস করে,সেই মলেস্টার শিক্ষক যাঁরা মাথা উঁচু করে ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছেন আরও পাঁচটা মেয়েকে মলেস্ট করবে বলে সেই সব শিক্ষকদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাই।" রূপাঞ্জনা নিজের ফেসবুকে লেখেন, "আজ সমস্ত দুর্নীতিগ্রস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের আর বিশেষ করে যাঁরা মলেস্টার স্বাধীন ভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাপি টিচার্স ডে (শুভ শিক্ষক দিবস) জানালাম।” আরজিকর কাণ্ডের পর আরও বেশি করে ইন্ডাস্ট্রির অন্দরের নানা নেতিবাচক বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি।

You might also like!