Entertainment

6 months ago

Paresh Rawal: ভোট না দিলে শাস্তির বিধান থাকা উচিত, উপদেশ পরেশ রাওয়ালের

There should be penalties for not voting, advises Paresh Rawal
There should be penalties for not voting, advises Paresh Rawal

 

মুম্বই, ২০ মে: গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ কর্লেইন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সোমবার সকালে মুম্বইয়ের একটি পোলিং বুথে গিয়ে নিজের ভোট দিয়েছেন তিনি। নিজে ভোট দিয়েছেন অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ এক উপদেশও দিয়েছেন পরেশ রাওয়াল।

অভিনেতা পরেশ রাওয়াল এদিন ভোট দেওয়ার পর বলেছেন, "যারা ভোট দেবেন না, তাঁদের জন্য কর বৃদ্ধি অথবা অন্য কোনও শাস্তির মতো কিছু বিধান থাকা উচিত।” এদিন ভোট দেওয়ার পর গায়ক কৈলাস খের ভোট দেওয়ার পর বলেছেন, "আমি বলতে চাই, ভারত বদলে যাচ্ছে এবং আপনাদের (জনগণ) জন্য তা সম্ভব হচ্ছে। আমি চাই আপনারা জাতীয় স্বার্থে কাজ করে যান।"

You might also like!