Entertainment

3 months ago

'The Kerala Story' is coming to OTT: ওটিটি-তে আসছে 'দ্য কেরালা স্টোরি', "আর আটকাতে পারবেন না", দাবি সুদীপ্তর

The Kerala Story
The Kerala Story

 

কলকাতা, ৩১ মে  : বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ এ বার ‘ওভার দ্য টপ’ (ওটিটি) প্ল্যাটফর্মে দেখা যাবে। বুধবার সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন ছবিটির পরিচালক সুদীপ্ত সেন। পাশাপাশিই বলেছেন, ‘‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আর আটকাতে পারবেন না!’’ এই সূত্রেই ছবিটির নিষিদ্ধকরণ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে বিঁধেছেন সুদীপ্তবাবু। বলেছেন, ‘‘ওটিটিতে চলে এলে নিষেধাজ্ঞা আর কী কাজে লাগবে! সরকারেরও তো লোকসান হল। ছবি দেখালে যত টিকিট বিক্রি হত, তার ৯ শতাংশ ট্যাক্স পেত সরকার। ইগোর লড়াই করে একটা সামান্য বিষয়ে জলঘোলা করা হল।’’

গত ৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান ছবির নির্মাতারা। শীর্ষ আদালত রাজ্যের নিষেধা়জ্ঞায় স্থগিতাদেশ দেয়। কিন্তু তা-ও রাজ্যের সর্বত্র ছবিটি চলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ছবির কলাকুশলীদের।

উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি প্রেক্ষাগৃহে ছবিটি চলছিল। কিন্তু সেখান থেকেও ছবিটি তুলে নেওয়া হয়েছে। এ বার সেই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির পরিচালক সুদীপ্ত সেন বুধবার জানিয়েছেন, এক মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে ‘দ্য কেরালা স্টোরি’।

পরিচালক বলছেন, ‘‘ওটিটিতে আসবে। কথাবার্তা চলছে। তবে ওটিটির বিস্তৃতি খুব কম। ওটিটি এখনও খুবই শহুরে একটা ব্যাপার। এই ছবিটি ছোট এলাকাগুলিতে দুর্দান্ত ভাল চলছে। তবে খুব তাড়াতাড়ি, মানে মাসখানেকের মধ্যেই ওটিটিতে চলে আসবে।’’ 

You might also like!