দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি ‘ফাটাফাটি’র প্রথম গান এবার প্রকাশ্যে। গানের নাম ‘জানি অকারণ’। ইতিমধ্যেই অন্তরা মিত্র ও ইশান মিত্রের গলায় এই গান দর্শকদের মন জিতে নিয়েছে। গানের প্রতিটি কথায় স্বামী ও স্ত্রীর মিষ্টি ভালবাসা, খুনসুটির মুহূর্ত ধরা পড়েছে।
দোলের দিন ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর তরফে দর্শকদের সামনে আনা হয়েছিল ছবির টিজার। আর ক্যাপশনে লেখা হয়েছিল, ‘এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারোর বাসায় আবার কারোর ভালবাসায়। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত,উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি’।'
জানা গিয়েছে, ছবির শুভ মুক্তি ১২ই মে ।' ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটির পর 'উইন্ডোজ প্রোডাকশন'-এর হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। পর্দায় আবীর ও ঋতাভরীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত।পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগের দুটি ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। 'ফাটাফাটি' ছবিটি দর্শকদের কাছে কতটা ফাটাফাটি হয় এখন সেটাই দেখার।