Entertainment

1 week ago

Swastika Mukherjee: বাংলাদেশের ছবিতে স্বস্তিকা, বিপরীতে শরিফুল রাজ! কেমন হবে 'আলতাবানু..', চলছে জল্পনা

Swastika Mukherjee
Swastika Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির নাম 'আলতাবানু কখনো জোছনা দেখেনি’। জুলাই মাসের মাঝামাঝি ছবির শুটিং শুরুর কথা। জানা গিয়েছে ছবিটি থ্রিলারধর্মী।

এই ছবিতে আলতাবানু চরিত্রেই অভিনয় করবেন স্বস্তিকা। তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশী অভিনেতা শরিফুল রাজ। তাঁর চরিত্রটির নাম প্রেমচাঁদ। তবে সুজন মিয়া ও মুইনুল হোসেন নামে আরও দুটি চরিত্রে দেখা যাবে রাজকে।

ছবির পরিচালক হিমু আকরাম৷ তিনি অবশ্য এখনই ছবির গল্প নিয়ে তেমন মুখ খোলেননি। হিমু জানিয়েছেন, স্বস্তিকা এবং শরিফুল দুজনের সঙ্গেই সইসাবুদ সারা হয়ে গিয়েছে। দু’জনের লুক চূড়ান্ত হয়েছে।


You might also like!