দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বয়স তাঁর কাছে একটা সংখ্যা ছাড়া আর কিচ্ছু নয়। শুধু তিনিই নন তাঁর ব্যক্তিগত জীবনও মিডিয়ার কাছে ‘চেরি অন দ্য কেক’। বহুবার বহু জনের সঙ্গেই সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে । তবে, কানাঘুষো খবর, আবার পুরনো প্রেম রোহমান শলের কাছেই ফিরেছেন । ঠিকই ধরেছেন । কথা হচ্ছে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে নিয়ে । এবার বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা সেনকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ২০১৮ সাল থেকেই এই সম্পর্কে রয়েছেন সুস্মিতা। এরপর বছর দুয়েকের মনোমালিন্য ছিল, তারপর ফের পুরোনো প্রেমের কাছেই ফিরেছিলেন তিনি। তবে বিয়ে প্রসঙ্গে সুস্মিতার উত্তর, ‘‘জীবনে স্বাধীনতাই সবথেকে প্রিয়। সফল বিয়েরে পিছনে প্রয়োজন বন্ধুত্ব ও স্বাধীনতা। তাই আমার প্রিয় হচ্ছে স্বাধীনতা।’’