দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁকে হুমকি দিচ্ছেন। জেলে থাকাকালীনই সুকেশ চন্দ্রশেখর তাঁকে হুমকি দিচ্ছেন। এমনই অভিযোগ করেন অভিনেত্রী জ্যাকলিন( Jacqueline Fernandez)। কনম্যান সুকেশ চন্দ্রশেখের হুমকির বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করেন। জ্যাকলিনের অভিযোগ, জেলে থেকেই সুকেশ জ্যাকলিনকে যেমন হেনস্থা করছেন, তেমনি একাধিকবার হুমকিও দিচ্ছেন বলে খবর।
শোনা যায়, এক সময় নাকি কনম্যান সুকেশের প্রেমে পড়েছিলেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী। সম্পর্কে থাকাকালীন সুকেশের কাছ থেকে একাধিক দামি উপহারও পেয়েছেন তিনি। সুকেশের সঙ্গে নাম জড়ানোর জেরে একাধিক বার বিতর্কের মুখে পড়েছেন জ্যাকলিন। প্রতারণাকাণ্ডের তদন্ত চলাকালীন একাধিক বার আদালতে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রীকে। শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশযাত্রাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা তোলা হয় গত বছর। সম্পর্কের কথা জ্যাকলিন যতই অস্বীকার করুন না কেন সুকেশে ছাড়ার পাত্র নয়। তিনি জেলে বসেই ক্রমাগত প্রেমপত্র লিখে গিয়েছেন অভিনেত্রীকে। তাতেই বিব্রত হয়েছেন জ্যাকলিন। সুকেশের প্রেমপত্র কখনও রয়েছে ভালবাসার কথা, কখনও ছিল প্রচ্ছন্ন হুমকি। অবশেষে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়ে অভিনেত্রী জানান, দ্রুত সুকেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং তাঁর নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে।