Entertainment

1 week ago

Sourav-Soumitrisha: ১০ জুনেই প্রকাশ্যে এল, ১০ জুন ছবির প্রথম পোস্টার, জুটি বাঁধছেন সৌমিতৃষা-সৌরভ

Sourav-Soumitrisha
Sourav-Soumitrisha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘোষণা আগেই হয়েছিল। শেষমেশ ১০ জুনেই প্রকাশ্যে এল ‘১০ জুন’ছবির পোস্টার। শেয়ার করেছেন সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু, এবং অভিনেতা সৌরভ দাস। দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ। ছবির পরিচালক রূপক চক্রবর্তী।

সামনে এসেছে ছবির প্রথম পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, একটি কালো ব্যাগের পাশে রাখা একটি বন্দুক ও গোলাপ। ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, ‘আছে প্রেম , আছে রহস্য আর আছে দুটি চরিত্র ! আর কী কী আছে তার গল্প বলবে "১০ই জুন’

উল্লেখ্য, ছবির গল্পের খানিকটা ইঙ্গিত মিলেছে আগেই। সৌমিতৃষা ওরফে মিতালিকে বাবা মা বাড়িতে রেখে পুজো দিতে যান, এমন সময় অতর্কিতে বন্ধুকধারী এক খুনি এসে দাঁড়ায় তাঁর দোরগোড়ায়। খুনির চরিত্রে সৌরভ। কেন খুন করেছিল সে, কী তাঁর অভিপ্রায় সেসব নিয়েই এগোবে ছবি।


You might also like!