Entertainment

9 months ago

Sonali Phogat murder case : সোনালী ফোগাট খুনই হয়েছেন, তদন্তে আস্থা রেখে বললেন তাঁর ভাই রিঙ্কু

Sonali Phogat murder case CBI demand
Sonali Phogat murder case CBI demand

 

হিসার, ২৬ আগস্ট : বিজেপি নেত্রী ও টিকটকের জনপ্রিয় মুখ সোনালী ফোগাট খুনই হয়েছেন। শুক্রবার এমনই দাবি করলেন সোনালীর ভাই রিঙ্কু। পাশাপাশি এযাবৎ যতটুকু তদন্ত এগিয়েছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। রিঙ্কু জানিয়েছেন, "শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর, পরিবারের সদস্যরাই সিদ্ধান্ত নেবে যে তাঁর মৃত্যুর তদন্তে আমরা সিবিআই চাই কি-না। আমরা নিশ্চিত যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা এখনও পর্যন্ত যতটুকু তদন্ত এগিয়েছে তাতে সন্তুষ্ট।"

সোনালীর মৃত্যুতে হরিয়ানার বিধায়ক গোপাল কান্দার যোগ থাকতে বলে শোনা যাচ্ছে, এ প্রসঙ্গে রিঙ্কু জানিয়েছেন, "না, তেমনটা মোটেও নয়।" কিছু দিন আগে গোয়ায় রহস্যজনক মৃত্যু হয়েছে সোনালীর, প্রাথমিকভাবে জানানো হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই নিয়ে প্রশ্ন তোলে সোনালীর পরিবার। এদিকে, সোনালীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

You might also like!