Entertainment

2 months ago

Sonakshi Sinha : ‘দাহাড়’-র সাথে ওটিটি তে পা রাখতে চলেছেন 'সোনা'

Sonakshi Sinha

 

দুরম্নত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘এক্সেল এন্টারটেনমেন্ট’ ও ‘টাইগার বেবি’ প্রযোজিত ওয়েব সিরিজ ‘দাহাড়’-র সঙ্গে ওটিটি তে পা রাখতে চলেছেন সোনাক্ষী সিনহা। এই ওয়েব সিরিজে সোনাক্ষী সিনহার সাথে দেখা যাবে বিজয় বর্মা ও গুলশন দেভাইয়া, সোহম শাহ সহ আরো অনেক নামী অভিনেতা কে।এই সিরিজ পরিচালনায় ‘তলাশ’ খ্যাত পরিচালক রীমা কাগতী ও রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন জোয়া আখতার ও রীতেশ সিধওয়ানি। 

প্রসঙ্গত, মুক্তি পাওয়ার আগেই সমালোচক মহলে হইচই ফেলে দিয়েছে ‘দাহাড়’। চলতি বছরে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল আসন্ন এই ওয়েব সিরিজ়। বার্লিনে সেরা সিরিজ়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ‘দাহাড়’।উল্লেখ্য জোয়া সমাজ মাধ্যমে জানান -‘‘দাহাড়’ প্রথম ভারতীয় ওয়েব সিরিজ, যার প্রিমিয়ার হতে চলেছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে,”ফলত এই সাফল্য অবশ্যই উল্লেখ্য ও প্রশংসনীয় ও বটে।  

রাজস্থানের এক মফস্‌সলে একের পর এক মহিলার রহস্যমৃত্যু। নিছক আত্মহত্যা না, ঠান্ডা মাথায় পরিকল্পিত সিরিয়াল কিলিং? রহস্যের কিনারা করতে এগিয়ে আসেন সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটি। এই অঞ্জলির চরিত্রেই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। প্রসঙ্গত, ‘দাহাড়’ এর মাধ্যমেই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন শটগান সিন্‌হা কন্যা। প্রাইম ভিডিয়োতে চলতি বছরে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। 

বার্লিনে সেরা সিরিজের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট সাতটি সিরিজ়ের মধ্যে ‘দাহাড়’ অন্যতম।২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে প্রতিযোগিতার ফলাফল।


You might also like!