Entertainment

2 weeks ago

Tollywood: ম্যাচিং জামায় সোহিনী-শোভন! তবে কি সম্পর্কে শিলমোহর?

Sohini & Shovan (File Picture)
Sohini & Shovan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কান পাতলেই শোনা যাচ্ছিল ওঁদের প্রেমের গুঞ্জন। তবে এ বিষয় দীর্ঘদিন মুখ খোলেননি দুজনের কেউই। তবে সোহিনীর জন্মদিনে বেড়াতে যাওয়ার ছবিতে শোভনকে দেখে জল্পনা খানিকটা বেড়ে গেল। কালিপুজোর রাতে শোভনের সঙ্গে ম্যাচিং রঙের পোশাকে একটি ছবি শেয়ার করলেন সোহিনী। আবার সেই একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন গায়ক নিজেও। 

গুঞ্জনে শিলমোহর দিয়েছেন শোভন-সোহিনি এমনই মনে করছেন নেটিজেনরা। তবে সোহিনির আগে হঠাৎই নিজেদের কিছু প্রেমমাখা  কিছু ছবি শেয়ার করেছিলেন শোভন। যা দেখে চক্ষু চড়কগাছ হয় নেট পাড়ার বাসিন্দাদের। তবে সেই ছবি কিছুক্ষণ পরেই মুছে দেন গায়ক। কিন্তু অবশেষে নিজেদের যুগল ছবি পোস্ট করে সমস্ত জল্পনার অবসান ঘটালেন সোহিনী এমনই মনে করছেন অনুরাগীরা।

You might also like!