দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই নেটপাড়ায় অনেক প্রাকাশ্যে-গোপনে চর্চা চলছে! আগের বছর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে সারা-শুভমনকে। এক সাক্ষাৎকারে ক্রিকেট তারকা নিজেও স্বীকার করেন, তিনি প্রেম করছেন। কিন্তু প্রেমিকার নাম উহ্য রাখেন। এসবের মাঝেই হঠাৎ শোনা যায়, শুভমনের জীবনে নতুন না্রীর আগমন ঘটেছে! ছোট পরদার অভিনেত্রী ঋদ্ধিমার প্রেমে পড়েছেন শুভমন। চুপি চুপি নাকি বাগ্দান সেরে ফেলেছেন তাঁরা আর ডিসেম্বরে চার হাত এক হবে। সে জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন শুভমনের চর্চিত ‘প্রেমিকা’।
অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। ‘বহু হামারি রজনীকান্ত’ ধারাবাহিকে রজনীর চরিত্রে অভিনয় করে লোকেদের নজর কেড়েছিলেন তিনি। ২০১৯ সালে, তিনি ফিয়ার ফ্যাক্টর: খাতরন কে খিলাড়ি 9-এ অংশগ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। ২০২১ সালে বিগ বস OTT সিজন 1-এ দেখা গিয়েছিল। তারপর ওয়েব সিরিজ Hum - I'm Because of Us এতেও দেখা গেছে। এক মাস আগে হঠাৎই শুভমন ও ঋদ্ধিমার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তারপর যেন দ্রুত প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী। শুভমনের সঙ্গে তাঁর বিয়ের খবরের কথা জানতে পেরে ঋদ্ধিমা বলেন, ‘‘আমার বিয়ে সম্পর্কে জানতে চেয়ে বহু সাংবাদিকের ফোনে ঘুম ভেঙেছে আমার কিন্তু কিসের বিয়ে? আমি মোটেই বিয়ে করছি না। যদি এ রকম কিছু হয়, তা হলে সবার আগে আমি এগিয়ে এসে তা ঘোষণা করব।’’
সদ্য এক সাক্ষাৎকারে অবশ্য শুভমনের প্রসঙ্গে ঋদ্ধিমা বলেন, ‘‘শুভমন ভীষণ মিষ্টি ছেলে। আমার তাই মনে হয়। যদিও আমরা একেবারেই প্রেম করছি না। ওর সঙ্গে কখনও দেখাও হয়নি আমার। তবে দেখা হলে আমি নিশ্চিত আমাদের বিয়ের খবর নিয়ে ব্যঙ্গ করব।’’ তবে ঋদ্ধিমা-শুভমনকে নিয়ে যা খবর প্রকাশ্যে এসেছে, সবটাই সারার থেকে নজর ঘোরানোর ফন্দি, ধারণা নেটপাড়ার এক অংশের।