দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুই গায়িকা একটি ব্র্যান্ডের সঙ্গে জোট বেঁধে ঋতুস্রাব সংক্রান্ত সচেতনতা তৈরি করছেন। সেই লক্ষ্যে দুটি গান গেয়েছেন শ্রেয়া ও সুনিধি। নিজেদের সমাজ মাধ্যমের পেজে সেই গানের ভিডিয়ো শেয়ারও করেন তাঁরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্কুলে গিয়ে গানের মাধ্যমে কিশোরী পড়ুয়াদের ঋতুস্রাব নিয়ে সচেতন করছেন দুই গায়িকা। শ্রেয়া ও সুনিধি বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন। এই গানটির মূল বক্তব্যই হল ঋতুস্রাব কোনও ভয়ের বিষয় নয়। বরং ঋতুস্রাব সুস্থতার কথাই বলে। ভিডিয়োটি শেয়ার করে শ্রেয়া লিখছেন, ‘‘আমি আমার কেরিয়ারে হাজার হাজার গান গেয়েছি। কিন্তু এই গান আমার কাছে বিশেষ গান। এই গান স্কুলের মেয়েদের সাহায্যে আসবে। আর এই গান বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে প্রকাশ হল, এর থেকে আনন্দের কিছু নেই। এই গানটি ছড়িয়ে দিন যাতে স্কুলের মেয়েরা বোঝে যে ঋতুস্রাব হচ্ছে মানে তারা সুস্থ আছে।’’
সুনিধি লিখেছেন, ‘‘আপনারা সবাই জানেন, মঞ্চে গান গাইতে আমার কত ভাল লাগে। কিন্তু গানের এই অনুষ্ঠান করে আমি সবচেয়ে আনন্দ পেয়েছি। ঋতুস্রাব হওয়ার মানে শরীর সুস্থ আছে। দেশের বাচ্চা মেয়েদের কাছে এবং তাদের বাবা-মা ও শিক্ষকের কাছে এই বার্তা পৌঁছনো দরকার। আর এই বিষয়ে সচেতন করার জন্য বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসের থেকে ভাল সময় আর হয় না। এই গানটি লাইক ও শেয়ার করা আপনাদের সকলের দায়িত্ব।’’