Entertainment

3 weeks ago

SRK Health:শাহরুখ খান ভালো আছেন, জানালেন ম্যানেজার পূজা দাদলানি

Shah Rukh Khan is fine, said manager Pooja Dadlani
Shah Rukh Khan is fine, said manager Pooja Dadlani

 

আহমেদাবাদ, ২৩ মে : শাহরুখ খানের ভক্তদের জন্য সুখবর, বৃহস্পতিবার অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি জানিয়েছে, "শাহরুখ খান ভালো আছেন।" পূজা জানিয়েছেন, শাহ্রুখজ খানের সমস্ত অনুরাগীদের জানাতে চাই, অভিনেতা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসুস্থ হওয়ার পর বুধবার শাহরুখ খানকে গুজরাটের আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

হিট স্ট্রোক ও জলের অভাবের কারণে বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন কিং খান। তাঁকে ভর্তি করা হয় আহমেদাবাদের কেডি হাসপাতালে। চিকিৎসকরা জানান, হিট স্ট্রোকের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরে বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।


You might also like!