Entertainment

2 months ago

Shah Rukh Khan: অসমের মুখ্যমন্ত্রীকে ফোন শাহরুখ খানের, গুয়াহাটিতে 'পাঠান'-এর পোস্টার পোড়ানোয় উদ্বেগ ব্যক্ত

Shah Rukh Khan

 

গুয়াহাটি, ২২ জানুয়ারি : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে ফোন করেছেন শাহরুখ খান। ফোন করে গুয়াহাটিতে 'পাঠান'-এর পোস্টার পোড়ানোয় তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। এই খবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আজ সকালে তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা লিখেছেন, ‘বলিউড অভিনেতা শাহরুখ আজ ভোররাত ২-টায় আমাকে ফোন করেছিলেন। আমরা কথা বলেছি। তিনি তাঁর ছবি প্রদর্শনের সময় গুয়াহাটিতে সংগঠিত একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি তাঁকে আশ্বস্ত করেছি, আইন-শৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। আমরা খোঁজখবর নেব এবং এ ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করব।’

এ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে হিন্দুস্থান সমাচার-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্রথমে তিনি আমাকে টেক্সট পাঠিয়েছিলেন। এর পরে আমাকে ফোন করে তাঁর ছবি প্রদর্শনে সহযোগিতার অনুরোধ করেন। তাঁকে বলেছি, আমি আইনশৃঙ্খলা নিশ্চিত করব।’

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২০ জানুয়ারি বজরং দলের কার্যকর্তারা নারেঙ্গির এলজি টাওয়ারে ঢুকে আসন্ন সিনেমা ‘পাঠান’-এর প্রচার-পোস্টার টেনে নামিয়ে দিয়ে সেগুলিতে অগ্ন্যুৎপাত করেছিলেন। বজরং দল হুঁশিয়ারি দিয়েছে, ‘পাঠান’ সিনেমাকে অসমে প্রদর্শন করতে দেবে না। প্রসঙ্গত, এ মাসের শেষের দিকে ‘পাঠান’ রাজ্যের কোনও সিনেমা হল-এ মুক্তি পাওয়ার কথা।


উল্লেখ্য, গতকাল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রশ্নকর্তাকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পাল্টা জিজ্ঞাসা, ‘কে শাহরুখ খান?’ এর পরই বলেন, ‘পাঠান সম্পর্কে আমি কিছুই জানি না। কেউ অপরাধ করলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করলে আমরা ব্যবস্থা নেব।’ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘কেউ যদি কোনও পরাধ করে থাকে, তা-হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে দিন এবং আমরা ব্যবস্থা নেব। উদ্বেগের বিষয়ে শাহরুখ খান আমাকে ফোন করেননি।’ তিনি বলেছিলেন, ‘তাছাড়া এখন পর্যন্ত কোনও সিনেমা হলের মালিক বা সিনেমার প্রোডাকশন হাউস কেউই কোনও অভিযোগ তুলেননি।’ ড. শর্মা আরও বলেন, ৮-১০ দিনের মধ্যে বলিউডের কেউ কোনও প্রকল্প বা কাজের সাথে জড়িত ব্যক্তি তাঁকে ফোন করলে কিংবা শাহরুখ খান যদি তাঁকে ফোন করেন, তা-হলে অবশ্যই বিষয়টি তিনি দেখবেন।


গতকাল মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘শাহরুখ খানকে নিয়ে আমাদের কেন ভাবতে হবে? আমাদের রাজ্যে উদ্বেগের অনেক কিছু রয়েছে, সে সব নিয়ে ভাবতে দিন। আমাদের অসমিয়া সিনেমা 'ড. বেজবরুয়া'-কে নিয়ে ভাবা উচিত৷ এই সিনেমাটি আমাদের সকলের দেখা উচিত৷’হিমন্তবিশ্বের দাবি, তিনি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দেখতে যাবেন না। প্রশ্নকর্তা সাংবাদিককে তাঁর পরামর্শ, ‘আপনি যদি দেখতে চান, তবে যান এবং দেখুন, আপনি সম্পূর্ণ নিরাপত্তা পাবেন।’

You might also like!