Entertainment

3 weeks ago

Annwesha Hazra: হাসপাতালে ভর্তি অন্বেষা, কী হয়েছে তাঁর? ভর্তি নার্সিংহোমে

Annwesha Hazra
Annwesha Hazra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অন্বেষা হাজরা ভক্তদের জন্য দুঃসংবাদ! দু-দিন ধরে জি বাংলার মেগায় দেখা মিলছিল না নায়িকার। আনন্দী থেকে দুম করে গায়েব আনন্দী? কেন? সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছিল ভক্তরা। অবশেষে জবাব দিলেন অন্বেষা নিজেই। কিন্তু নায়িকা যা বললেন, তাতে অস্বস্তি বাড়ল অনুরাগীদের। অসুস্থ অন্বেষা, ভর্তি রয়েছেন হাসপাতালে।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেন অন্বেষা। প্রথমটি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট, দ্বিতীয়টি নার্সিংহোমের বেডে শুয়ে অভিনেত্রীর ‘চ্যানেল’ করা হাত, চলছে স্যালাইন। প্রথম পোস্টের স্ক্রিনশটটি কোনও অনুরাগীর করা তা বেশ স্পষ্ট। তাতে লেখা, ‘আচ্ছা অন্বেষা দি কোথায়? সিরিয়ালের প্রয়োজনে তাঁকে গায়েব কা হলো নাকি ব্যক্তিগত কোনও প্রয়োজনে? আর কিন্তু সহ্য করা যাচ্ছে না।’

এ দিন ছবি দু’টি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ডেঙ্গি এবং টাইফয়েডের কারণে আমি নার্সিংহোমে অ্যাডমিট আছি, শেষ আমি ১১ নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়। টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।’ এর সঙ্গে তিনি আরও লেখেন, ‘তবে এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই স্বাভাবিক আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো।’ অভিনেত্রীর পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। তাঁকে মিস করছেন সেটে, জানিয়েছেন সহকর্মীরাও।

You might also like!