দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত কয়েক মাস আগেই অভিনেতা যিশু সেনগুপ্ত এবং প্রযোজক নীলাঞ্জনার সম্পর্কের ভাঙ্গনের খবর সামনে এসেছিল। টলিপাড়ার পাওয়ার কাপলের বিচ্ছেদের খবরে হতবাক হয়েছিলেন অনেকে। তবে বিচ্ছেদের প্রথম থেকেই দুই মেয়েই রয়েছে মা নীলাঞ্জনার পাশে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে বাবা যিশু সেনগুপ্তকে আনফলো করেছেন তাঁদের বড় মেয়ে সারা। এবার সারার সাফল্যে কেঁদে ভাসালেন মা নীলাঞ্জনা।
১৯ বছর বয়সী সারা এবার লাল পাড় সাদা শাড়িতে ব়্যাম্পে ঝড় তুললেন। এর আগেও মার্জার সরণীতে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রথমবার শাড়িতে নিজেকে মেলে ধরলেন সারা। এক নামী শাড়ি ব্র্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন ব়্যাম্পে হাঁটলেন যিশু তনয়া। স্লিভলেস ডিপনেকলাইনের ব্লাউজের সঙ্গে সামনে আঁচল করে পরা শাড়ি, খোলা চুল আর মানানসই মেকআপে মেলে ধরেছিলেন সারা। এই বিশেষ দিনে মেয়ের পাশে সারাক্ষণ ছিলেন মা নীলাঞ্জনা। দাম্পত্য জীবনের টানাপোড়ন ভুলে সারার খুশিতে সামিল হলেন তিনি। মার্জার সরণীর পাশে বসে সারার জন্য চিৎকার করলেন নীলাঞ্জনা, কেঁদেও ফেললেন মেয়েকে ব়্যাম্পে হাঁটতে দেখে। উপস্থিত ছিলেন সারার মাসি চন্দনা শর্মাও।