দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বিগত এক মাস ধরে সলমন খান তাঁর আসন্ন ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর কাজে পুরোপুরি মগ্ন। এই ছবিতে তিনি কর্নেল বিকুমল্লা সন্তোষের চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করে তাঁকে নিজের শরীর গড়তে হয়েছে— যার মধ্যে ছিল প্রেশার চেম্বারে ঘাম ঝরানো এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড়সড় পরিবর্তন আনা।
এর কারণ হলো, চলতি বছরের প্রথমার্ধে স্থূলকায় শারীরিক গড়নের জন্য এই বলিউড সুপারস্টারকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সব নিন্দুকদের জবাব দিতেই সলমন এবার শার্টলেস অবতারে হাজির হয়েছেন এবং সঙ্গে জুড়ে দিয়েছেন এক কড়া বার্তা।ভক্তরা তাঁর এই নতুন লুকে উচ্ছ্বাস প্রকাশ করলেও, নেটিজেনদের একাংশ কিন্তু ভাইজানকে বেধড়ক ট্রোলড করছেন। প্রশ্ন হলো— এর কারণ কী?
আসলে ‘উইমেন ইন ব্লু’র বিশ্বজয়ের আবহে যেখানে আমজনতা থেকে সেলেবমহল সকলেই উচ্ছ্বসিত। শুভেচ্ছাবার্তায় প্লাবিত নেটদুনিয়াও, সেখানে বলিপাড়ার খান সাম্রাজ্যের তরফে ‘টু’ শব্দটিও করা হয়নি! শাহরুখ-সলমন কারও তরফেই সোশাল মিডিয়ায় হরমনপ্রীত, জেমাইমাদের জন্য শুভেচ্ছা আসেনি। এবার সলমন খানের শার্টলেস অবতার দেখে একাংশ সেপ্রসঙ্গ টেনেই তুলোধোনা করেছেন। কারও মন্তব্য, ‘মহিলা ক্রিকেট বাহিনীর জয়ে একটা শব্দও খরচ করলেন না!’ কেউ বা বললেন, ‘আপনাদের মতো তাবড় ব্যক্তিত্বের কাছে এটা আশানুরূপ নয়।’ কারও আক্ষেপ, ‘সিনেমার জন্য নিজের শারীরিক গড়ন দেখাতে পারছেন যখন তখন মেয়েগুলোর জন্য অন্তত একটা শব্দ লিখতে পারতেন।’ এহেন একাধিক মন্তব্যের ভিড় নেটভুবনে। তবে ক্যাপশনের জন্যেও কম গেরোয় পড়তে হল না ভাইজানকে!
শার্টলেস অবতারে ধরা দিয়ে সলমন লিখেছেন, ‘কিছু অর্জন করার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তবে এটা অবশ্য কিছু না ছেড়েই…!’ আর তাতেই প্রায় সালিশি সভা বসানোর জোগানোর নিন্দুকদের! কারও নিদান, ‘নিজের ইগোটা কেন ছাড়লেন না তাহলে ঐশ্বর্য কিংবা ক্যাটরিনার সঙ্গে প্রেম টেকানোর জন্যে?’ আবার একাংশ কটাক্ষ, ‘আপনি একটা কাজ করুন, সিনেমা করা ছেড়ে দিন।’ কারও বা প্রশ্ন, ‘ঐশ্বর্যকে কেন ছেড়ে দিলেন আপনি?’ এহেন নানা মন্তব্যের ভিড় নেটদুনিয়ায়। পালটা নিন্দুকদের পাঠ দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না ভাইজান ভক্তরাও। তাঁদের দাবি, ‘টাইগার অভি ভি জিন্দা হ্যায়… আর সব প্রশ্নের জবাব দেবেন ব্যাটল অফ গালওয়ান-এ।’
