দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসাম্প্রতিক সিনেমা ‘অ্যানিম্যাল’-এ রণবীরের চরিত্র নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু এই ছবিই তাঁকে এনে দিয়েছে ‘ফিল্মফেয়ার’ সেরা অভিনেতার পুরস্কার। কিন্তু তাঁর এরপরের চরিত্রটা এই মুহূর্তে দেশ-রাজনীতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের মার্চ মাস থেকেই ‘রামায়ণ’ এর শ্যুটিং শুরু করবেন রনবীর কাপুর। রামের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছেন অভিনেতা। খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন মাংস, ছেড়েছেন মদ্যপানও।
পরিচালক নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির সিংভাগ শ্যুটিং-ই হওয়ার কথা মুম্বইতে। তারপর শ্যুটিং হবে লন্ডনে। প্রায় ৪ মাস ধরে চলবে শ্যুটিং। ছবিতে রাবণের ভূমিকায় দক্ষিণের যশ। ছবির জন্য ক্লিন শেভড হয়েছেন রনবীর, নিয়মিত করছেন মেডিটেশনও।