Entertainment

9 months ago

Raju Srivastava regained consciousness : জ্ঞান ফিরল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের

Raju Srivastava regained consciousness
Raju Srivastava regained consciousness

 

নয়াদিল্লি, ২৫ আগস্ট : গত ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে জ্ঞান ফিরল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই জ্ঞান ফিরে আসে রাজুর।

রাজুর ব্যক্তিগত সচিব গর্বিত নারাংও জানিয়েছেন, জ্ঞান ফিরে এসেছে কৌতুক শিল্পীর। তাঁর কথায়, "১৫ দিন পর আজ জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের। এইমস দিল্লি র চিকিৎসকরা এখনও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ধীরে ধীরে ওঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।"

প্রসঙ্গত, গত ১০ আগস্ট জিম করতে করতে আচমকাই জ্ঞান হারিয়েছিলেন রাজু শ্রীবাস্তব। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন জিম ট্রেনার। জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। এরপর ক্রমশ স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে শিল্পীর। এমনকী ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। কমেডিয়ানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা দেশ।


You might also like!