Entertainment 5 months ago

Raju srivastav : চোখের জলে কৌতুকশিল্পীকে বিদায়, পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব

Raju srivastav

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : না-ফেরার দেশে আগেই চলে গিয়েছেন, আর বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। বৃহস্পতিবার দিল্লির নিগামবোধ ঘাট শ্মশানে রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যে সকলকে সর্বদা হাসিয়ে ছিলেন, তাঁকে চোখের জলে বিদায় জানালেন পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীরা।

মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। চলতি বছরের ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। বুধবার এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় তাঁর।

বুধবার এইমস থেকে রাজু শ্রীবাস্তবের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর বৃহস্পতিবার নিয়ে যাওয়া নিগামবোধ ঘাট শ্মশানে। সেখানে রাজুকে শেষ দেখার জন্য উপস্থিত ছিলেন অসংখ্য অনুরাগীরা। ধর্মীয় রীতি মেনে এদিন রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


You might also like!