Entertainment

7 months ago

Raju Srivastav is Critical : আরো সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব , প্রার্থনা দেশজুড়ে

Raju Srivastav is  Critical

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খ্যাতনামা কমেডিয়ান  রাজু শ্রীবাস্তব বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তারপরেই তার পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।  রাজু শ্রীবাস্তবের কন্ডিশন খুবই ক্রিটিকাল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছে। এখন একমাত্র ভরসা প্রার্থনা। 

গত নয় দিনের মধ্যে ডাক্তাররা লাগাতার তাকে ঠিক করার চেষ্টা করে চলেছেন। এর মাঝখানে তার শরীর হালকা চিকিৎসা সাড়া দেওয়া শুরু করেছিল। তাতে আশাবাদী হয়েছিল ডাক্তার কিন্তু কিছুদিন যাবৎ পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তার পরিবার খুবই মুশকিল,একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজুর আরোগ্য কামনা করে সারা দেশ জুড়ে চলছে প্রার্থনা। 

You might also like!