Entertainment

6 months ago

Rachna Banerjee: দিল্লিতে 'দিদি নম্বর ওয়ান', শোয়ের ভবিষ্যৎ অনিশ্চিত?

Rachna Banerjee
Rachna Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এতদিন ছিলেন টেলিভিশনের 'দিদি নম্বর ওয়ান', এবার ভোটে জিতে রাজনীতির 'দিদি নম্বর ওয়ান'। যদিও রচনা বলেন বাংলার দিদি নম্বর ওয়ান শুধু এবং শুধুমাত্রই তাঁর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় দাঁড়িয়ে হুগলীতে খেলা ঘুরিয়ে দিয়েছেন রাজনীতিতে নবাগতা রচনা। দুঁদে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৫১ হাজার ভোটে হারিয়ে সাংসদ জীবন শুরু করতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাহলে তাঁর জনপ্রিয় টেলিভিশন শোয়ের কী হবে?

'দিদি নম্বর ওয়ান'-এর ভবিষ্যৎ কি তবে অন্ধকার? নাকি 'দিদি'র মুখ বদল হবে? কোনওটাই না। রাজনীতি আর বিনোদন জগত দু'দিক 'ব্যালেন্স' করবেন বলেই আশ্বাস দিয়েছেন রচনা।

মমতার অনুরোধেই ঘাসফুলে যোগদান চব্বিশের লোকসভার আগে। তারপর থেকে ভোট গণনা পর্যন্ত অক্লান্ত খেটেছেন, প্রচার করেছেন, আবার তাঁকে নিয়ে করা মিম দেখে হেসেছেন। শুধু ছেলেকে সময় দেওয়া হয়নি, এবার প্রথম কাজ হবে ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া।


You might also like!