Entertainment

11 months ago

Prosenjit-Rituparna: হাফ সেঞ্চুরির পথে জুটির ছবি, 'অযোগ্যে'র জন্য ফটোশ্যুটে প্রসেনজিৎ-ঋতুপর্ণা

Prosenjit-Rituparna
Prosenjit-Rituparna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতাঁদের কেমিস্ট্রি টলিউডে নতুন মাত্রা জুড়ে দিয়েছিল। একের পর এক ছবি হিট দিয়ে এসেছে এই জুটি। দীর্ঘ সময় জোট ছাড়িয়ে আলাদা আলাদাও নিজেদের প্রমাণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখতে দেখতে তাঁদের ছবির রান রেট ছুঁতে চলেছে হাফ সেঞ্চুরি।

আগামী মাসেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি 'অযোগ্য'। পয়লা বৈশাখেই ঘোষণা করা হয়েছিল ছবি মুক্তির তারিখ । এবার ছবির জন্য স্পেশাল ফটোশ্যুট করতে দেখা গেল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে। স্লিট জিনসের স্কার্টের সঙ্গে সবুজ টপ পেয়ার করেছিলেন ঋতু, বুম্বাদার পরনে সাদা শার্ট আর প্যান্ট।উল্লেখ্য,পয়লা বৈশাখ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি 'অযোগ্য' মুক্তির তারিখ। ৭ জুন মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা ।

You might also like!