Entertainment

2 months ago

Adipurusa Movie:৩০ মার্চ থেকে শুরু ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব

Adipurusa
Adipurusa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩০ মার্চ থেকে শুরু হতে চলেছে ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব। রাম নবমী তিথি থেকেই ছবির প্রচারের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৬ জুন মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’ ছবিটি। এই ছবির টিজ়ার মুক্তির পর থেকেই ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি।

সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার দাবি ছিল, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে । এমনকি, সেই মামলায় জড়িয়ে পড়েছে সেন্সর বোর্ডও। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে পড়ে। 

 ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ হয় সিনেপ্রেমীরা। যা নিয়ে ট্রোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা যাবে দেবদত্ত নাগেকে।

You might also like!