Entertainment

2 weeks ago

Priyanka Chopra: ম্যাজেন্টা শাড়ি,গলায় বহুমূল্য গয়নায় ছকভাঙ্গা সাজে প্রিয়ঙ্কা! ভাইয়ের বিয়েতে কোন লুকে ‘আইটেম গার্ল’?

Priyanka Chopra (Symbolic Picture)
Priyanka Chopra (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রিয়ঙ্কা চোপড়া, বলিউডের এক অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। একাধিক তাবড় তাবড় তারকাদের সাথে অভিনয় করেছেন । সেই সঙ্গে অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গায়ও করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে খানিক বিরতি নিয়েছেন। এখন মন দিয়ে বিদেশের মাটিতে স্বামী নিক জোনাস এবং কন্যা মালতি মেরি জোনাসের সাথেই সময় কাটাছেন তিনি। তবে সদ্য মুম্বইয়ে ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে এক অভিনব সাজে ধরা দিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

গত শুক্রবার ছিল সেই বিয়ের অনুষ্ঠান। সেখানে প্রিয়ঙ্কা 'ট্রেন্ড' বজায় রেখে বিয়ের অনুষ্ঠানে ম্যাজেন্টা রঙের একটি শাড়ি পরেছিলেন। সেই শাড়ির আঁচল, পাড় এবং কুঁচির কাছে রয়েছে সিক্যুয়েনের কাজ। সঙ্গে স্প্যাগেটি স্ট্র্যাপ দেওয়া ফুলেল কাজ করা ব্লাউজ়। তবে এখানেই শেষ নয়। প্রিয়ঙ্কার পরনে ওই শাড়ির সঙ্গে ছিল মানানসই গয়নাও। মুক্তো, হিরে এবং চুনিখচিত পুরনো আমলের 'লহরি' হার তৈরি করেছে বিলাসবহুল প্রসাধন প্রস্তুতকারী সংস্থা 'বুলগরি'। ভারতীয় মুদ্রায় যে হারের দাম প্রায় ৮ কোটি টাকা। সঙ্গে ছিল মানানসই হিরের দুলও। সাথে নিয়েছিলেন সাদা-কালোর মিশেলে তৈরি 'চেকার্ড' ব্যাগও। অভিনেত্রীর এই সাজ সমাজ মাধ্যমে ভাইরাল হতেই অনুরাগীরা খুবই খুশি। 

You might also like!