ঢাকা, ১১ আগস্ট : পুত্র সন্তানের জন্ম দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি । হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে শুভেচ্ছায় ভরিয়েছেন পরীমণির অসংখ্য অনুরাগী। তাঁকে এবং ছোট্ট ছেলেকে ভালোবাসায় ভরিয়েছেন প্রত্যেকেই।
প্রসঙ্গত, বাংলাদেশের সিনেমা জগতের ‘কন্ট্রোভার্সি কুইন’ পরীমণি। ৪ বার বিয়ে করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। অবশেষে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরিমণি। তবে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। পরে রাজের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। এছাড়াও মা হওয়া নিয়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। সমস্ত বিতর্ক কাটিয়ে অবশেষে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন পরীমণি।