Entertainment

2 weeks ago

Bhaifota Celebration: ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বৃদ্ধাশ্রমে চাঁদের হাট! অরূপ বিশ্বাসকে ফোঁটা জুন-ঐন্দ্রিলা-নুসরতদের

Nusrat, Jun & Arup Biswas
Nusrat, Jun & Arup Biswas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার ভাইফোঁটা উপলক্ষে বাঁশদ্রোণীর নবনীড় বৃদ্ধাশ্রমে চাঁদের হাট। টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফে ফি বছর এখানে ভ্রাতৃদ্বিতীয়া উৎসবের আয়োজন হয়। যার নেপথ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃদ্ধাশ্রমের বয়স্ক দিদিদের থেকে ফোঁটা নেওয়ার পাশাপাশি তাঁর আমন্ত্রণে উপস্থিত হন টলিউড নায়িকারাও। এবছরও তার অন্যথা হয়নি।

অরূপ বিশ্বাসের ভাইফোঁটার আসরে হাজির ছিলেন নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, জুন মালিয়া, রনিতা গোস্বামী থেকে মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডুও। দাদাসম মন্ত্রীকে ভাইফোঁটা দিলেন টলিউড নায়িকারা। নায়িকারা তো বটেই, এমনকী বৃদ্ধাশ্রমের ভাইফোঁটার আসরে আবাসিক মহিলারাও উপস্থিত থেকে অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন। নাচে, গানে আড্ডায় জমে উঠল অরূপ বিশ্বাসের ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান।

You might also like!