Entertainment

1 year ago

অবিশ্বাস্য রেকর্ড গড়ল টিম সোনাদা

Karna Subarner Guptodhan
Karna Subarner Guptodhan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরসুমে সরগরম টলিপাড়া , দুর্গাপুজো কে মাথায় রখে শুক্রবার মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’। ইতিমধ্যেই টিকিট কাটা শুরু করে দিয়েছেন দর্শক। সিনেমাহল মালিকদের একপক্ষ বলছেন এত ছবির মধ্যে এগিয়ে সোনাদা। বক্স অফিসের হিসাবও জানান দিচ্ছে এমনটাই। 

পুজোর ছবির উত্তেজনা বরাবরই অন্যরকম। এ ক্ষেত্রেও তার অন্যথা হল না। ছবি মুক্তির আগেই বিক্রি হয়ে গিয়েছে ২০ হাজার টিকিট। দেশ-বিদেশ জুড়ে আবীর, ইশা, অর্জুনের জুটি ভালবেসে এসেছেন দর্শক। নেপথ্যে অবশ্যই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

শুধু কলকাতা নয় গুয়াহাটি, তেজপুর, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি—বিভিন্ন প্রান্তে একই সঙ্গে মুক্তি পাবে এই ছবি। শুধু কলকাতা নয় সারা দেশের দর্শকই উন্মুখ সোনাদার সঙ্গে নতুন রহস্যের সমাধানের জন্য।

You might also like!