Entertainment

10 months ago

Rice Singer:শ্রেয়া বা নেহা নয়, ২০০ কোটি সম্পত্তির মালিক এই গায়িকা! জানেন কার সম্পত্তি কত বেশি?

Tulsi Kumar
Tulsi Kumar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিউডে গায়িকার মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, মোনালি ঠাকুর, সুনিধি চৌহানের সহ একাধিক গায়িকারা। এঁরা শুধু প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন তা নয়, সেই সঙ্গে মানুষের মন জুড়ে রয়েছেন তাঁরা। তবে এঁদের  এক এক জনের গানের তালিকা তো জানেন, কিন্তু তাঁদের সম্পত্তির তালিকা জানেন কি?

হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবি, এমনকি নিজের অ্যালবামেও গান গেয়েছেন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল। বলিপাড়া সূত্রে খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। সম্পত্তির  নিরিখ‌ে গায়িকাদের তালিকায় শ্রেয়ার পরে নাম রয়েছে সুনিধি চৌহানের। সুনিধির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। সুনিধির পর ধনী গায়িকাদের তালিকায় নাম লিখিয়েছেন নেহা কক্কর। বলিপাড়া সূত্রে খবর, ৪০ কোটি টাকার সম্পত্তি রয়েছে নেহার।

সবথেকে ধনী গায়িকা কে?

গানের দিক দিয়ে পিছিয়ে থাকলেও সম্পত্তির পরিমাণে টেক্কা দিয়েছেন বলি গায়িকা তুলসী কুমার। বলিপাড়া সূত্রে খবর, ২০০ কোটি টাকার মোট সম্পত্তি রয়েছে তুলসীর।ছ’বছর বয়স থেকে গান শেখা শুরু করেন তুলসী। শাস্ত্রীয় সঙ্গীতের উপর বিশেষ করে প্রশিক্ষণ নেন তিনি। তুলসীর যখন ১১ বছর বয়স, তখন গুলশনের মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর তাঁর স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তুলসী।সঙ্গীত নিয়ে কেরিয়ার গড়বেন, তা স্থির করে নেন তুলসী। ২০০৬ সাল থেকে হিন্দি ছবিতে গান করতে শুরু করেন তিনি। ‘চুপ চুপ কে’, ‘হমকো দিওয়ানা কর গয়ে’, ‘অকসর’, ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’, ‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘বিল্লু বার্বার’, ‘দুলহা মিল গয়া’, ‘পাঠশালা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘রেডি’, ‘দবং ২’, ‘আশিকি ২’, ‘ইয়ারিয়া’, ‘সিঙ্ঘম রিটার্নস’, ‘রয়’, ‘সাহো’, ‘বাঘি ৩’-এর মতো ছবিতে গান গাইতে দেখা গিয়েছে তুলসীকে।২০১৫ সালে হিতেশ রলহনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তবে হিতেশের সঙ্গে সঙ্গীতের যোগ নেই। তুলসীর স্বামী দিল্লির ব্যবসায়ী।বিয়ের পর হিতেশের সঙ্গে ব্যবসার কাজে হাত লাগান তুলসী। দু’জন মিলে একটি সংস্থা খোলেন, যেখানে নাচ-গানের পাশাপাশি মডেলিংয়েরও প্রশিক্ষণ দেওয়া হয়।বিয়ের দু’বছর পর ২০১৭ সালে পুত্রসন্তানের জন্ম দেন তুলসী। বর্তমানে সঙ্গীত, সংসার এবং ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন তুলসী।

You might also like!