Entertainment

9 months ago

Mainul Ahsan Noble : চতুর্থ বিয়ে সারলেন নোবেল, বিবাহবিচ্ছেদের ৬ মাসের মধ্যে নতুন সংসার শুরু গায়কের

Mainul Ahsan Noble
Mainul Ahsan Noble

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গানের জগতের খ্যাতনামা শিল্পী । কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের তলায় ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে তাঁর খ্যাতি । এরই মধ্যে নতুন করে বিতর্কে জড়ালেন বাংলাদেশের গায়ক তথা ‘সারেগামাপা’-খ্যাত মঈনুল এহসান নোবেল । জানা গিয়েছে, চতুর্থবার বিয়ে সেরেছেন তিনি । নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই খবর । উল্লেখ্য, ছয় মাস আগেই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নোবেলের । তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসারও অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ ।

নোবেল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন, যেখানে এক তরুণীর সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় তাঁকে । তারপরই তিনি স্ট্যাটাস দিয়ে জানান, বিয়ে করেছেন । তাঁর জীবনসঙ্গিনীর নাম ফারজানা আরশি। তিনি নাকি একজন ফুড ব্লগার । ফারজানারও আগে বিয়ে ছিল । তাঁর প্রাক্তন স্বামীও ফুড ব্লগার ।

জানা গিয়েছে, নোবেলের প্রথম দু'টো বিয়ে বেশিদিন টেকেনি । তৃতীয় বিয়েতেও আসে বিচ্ছেদ । চলতি বছর মে মাসেই স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় । নোবেলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, মাত্রারিক্ত মাদক সেবন-সহ নানা অভিযোগ তোলেন তিনি । সারেগামাপা থেকেই নোবেলের উথ্থান ।

You might also like!