দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ব্যোমকেশ হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’ অবলম্বনে তৈরি করা হয়েছে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ এই ওয়েব সিরিজটি। নতুন এই সিরিজে অভিনয়ের পাশাপাশি আরো একটি দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তিনি এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর।এই সিরিজের পরিচালক সুদীপ্ত রায়।
প্রকাশ্যে এসেছে রহস্যময় সেই ট্রেলার। ট্রেলারে দেখা যাচ্ছে, অনির্বাণের পাশে এবারও সত্যবতীর ভূমিকায় দেখা যাচ্ছে ঋদ্ধিমা ঘোষকে। তবে অজিতের চরিত্রে এবারে অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। এর আগে অজিত হিসেবে সুব্রত দত্তকে দেখা গিয়েছিল। আগামী ৭ এপ্রিল থেকে ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ সিরিজটি।
ব্যোমকেশ অনির্বাণকে নিয়ে দর্শকদের প্রত্যাশা যথেষ্ট বেশি। সেই প্রত্যাশা অভিনেতা তথা ক্রিয়েটিভ ডিরেক্টর কতটা পূরণ করতে পারে এবার সেই দিকেই তাকিয়ে দর্শকরা।