Entertainment

3 weeks ago

Mumtaz Sorcar: বিশ্ব সিনেমার মঞ্চে মুমতাজ সরকার, 'কান'-এ সম্মানিত বাংলা ছবি 'পুতুল'

Mumtaz Sorcar
Mumtaz Sorcar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসবে ফের ভারতীয় ছবির জয়জয়াকার। ঐশ্বর্য, কিয়ারাদের সঙ্গে ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন মুমতাজ সরকার। নেপথ্যে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ ছবিটি। এই ছবিই ইন্দিরার প্রথম পরিচালিত ছবি, আর শুরুতেই এর মুকুটে জুড়ল ‘কান’-এর পালক।

বিশ্ব সিনেমার মঞ্চে এই ছবির প্রিমিয়ারে মিলেছে স্ট্যান্ডিং ওভেশন। সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের পরই পোস্টার লঞ্চ হয়। ছবির মুখ্য অভিনেত্রী মুমতাজ জানান , সিনেমার জন্য যে প্রশংসা এবং ভালবাসা তিনি পেয়েছেন, তাতে অত্যন্ত সম্মানিত বোধ করছেন তিনি।

ছবির মূলে রয়েছে এমন শিশুদের কথা, যাঁদের শৈশব অবহেলিত, রাস্তাই যাঁদের ঘর বাড়ি। অথচ এরাও কিন্তু ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এই গল্প নিয়েই ছবি বুনেছেন ইন্দিরা।


You might also like!