Entertainment

2 weeks ago

Anant with Radhika wedding Ceremony : অনন্ত-রাধিকার মামেরু অনুষ্ঠানে চাঁদের হাট অ্যান্টিলিয়াতে

Anant with Radhika  wedding (symbolic picture)
Anant with Radhika wedding (symbolic picture)

 

মুম্বই, ৪ জুলাই ঃ মামেরু অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠলো মুকেশ এবং নীতা আম্বানির 'অ্যান্টিলিয়া। বুধবার রাতে লাল, গোলাপি, কমলা নানা ফুলে সাজানো হয় আম্বানিদের অট্টালিকা। বিয়ের ৯ দিন আগে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের মামেরু অনুষ্ঠান। বুধবার রাতে 'অ্যান্টিলিয়া'তে বসেছিল সেই অনুষ্ঠানের আসর। এদিন গান, নাচ, খাওয়া-দাওয়ায় মেতেছিলেন আম্বানিদের অতিথিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আম্বানিদের এই অনুষ্ঠানের ছবি। ছিলেন আম্বানিদের বড় ছেলে আকাশ এবং বউমা শ্লোকা মেহতা। হাজির ছিলেন মুকেশ–নীতার মেয়ে ঈশা আম্বানি ও জামাই আনন্দ পিরামলও।

উল্লেখ্য, মামেরুর আসরে সকলের নজর কাড়েন হবু দম্পতি অনন্ত এবং রাধিকা। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়া। এ ছাড়া এসেছিলেন মানুষী চিল্লর। এ দিন নিজেকে গোলাপি এবং গেরুয়া লেহেঙ্গায় সাজিয়েছিলেন আম্বানিদের হবু বউমা রাধিকা। হবু স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে গেরুয়া পোশাকে ধরা দেন অনন্ত–ও। থিমের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাকিরাও। প্রাক-বিবাহ আচারানুষ্ঠানে হাজির ছিলেন অনিল আম্বানি এবং টিনা আম্বানিও।

You might also like!