Entertainment

7 months ago

Improvement in Raju's health : রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, কৌতুকশিল্পী এখনও ভেন্টিলেশনেই

Minor improvement in Raju's health

 

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। তবে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। শুক্রবার সকালে দিল্লির এইমস হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। তিনি ভেন্টিলেশনে রয়েছেন ও চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে কৌতুকশিল্পীকে।

গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজু শ্রীবাস্তব। গত মাসে জিম করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই থেকে ভেন্টিলেশনেই ছিলেন। কিছু দিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রাজু চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কিন্তু, ফের রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি হয়। আবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর শুক্রবার সকালে জানা গিয়েছে, রাজুর শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে।


You might also like!