নয়াদিল্লি, ২৬ আগস্ট : চিকিৎসায় সাড়া দিচ্ছেন কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। শুক্রবার সকালে দিল্লির এইমস সূত্রে এমনটাই জানা গিয়েছে। এইমস সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। তিনি এখনও ভেন্টিলেটরে রয়েছেন এবং চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। ট্রেডমিলে হাঁটার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন, জ্ঞানও হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস। আপাতত সেখানেই চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের। শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।