দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। দেখতে দেখতে ৩৫টি বসন্ত কাটিয়ে দিলেন নায়িকা সাংসদ। টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী।একই সঙ্গে পেশা আর প্যাশনকে শক্ত হাতে সামলাচ্ছেন মিমি।
জন্মদিনের রাতে একেবারে তারকাদের হাট বসেছিল। রাত ১২টায় মিমির দরজায় কড়া নেড়ে সারপ্রাইজ দিতে চলে এসেছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ মিমির আরও বন্ধুরা।
তার আগে মিমির প্রাক জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , জিৎ, পার্নোরা। সেখানেও নীল ‘বার্থডে ড্রেসে’ মোমে ফুঁ দিয়েছেন অভিনেত্রী।