Entertainment

2 weeks ago

Madhuri Dixit: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত মাধুরী!

Madhuri awarded at the International Film Festival!
Madhuri awarded at the International Film Festival!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সূচনা হয়ে গেল ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুরের হাত ধরে গোয়ায় উদ্বোধিত হল এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে পুরস্কৃত হলেন বলিউডখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 

৩৮ বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত রয়েছেন মাধুরী। বলিউডে তাঁর বিশেষ অবদানের কারণে তাঁকে এই বিশেষ সম্মান দেওয়া হয়। মঞ্চে এই পুরস্কার নিতে এসে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।

ভারতীয় সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার নিতে উঠে মাধুরী আবেগপ্রবণ হয়ে বলেন, 'ভারতীয় ছবি আমায় অনেক কিছু দিয়েছে। আমি দারুণ সব পরিচালকদের সঙ্গে কাজ করেছি। এই ইন্ডাস্ট্রি আমার কাছে আমার পরিবারের মত। কেরিয়ারে যখন যা হওয়ার আমার সঙ্গে তাই হয়েছে।' তবে এদিন মঞ্চে উঠে হিন্দি নয়, কঙ্কনি ভাষায় ধন্যবাদ জানিয়েছেন।

You might also like!