দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নীতা আম্বানি থেকে গিগি হাদিদ, কলকাতার বাসিন্দা ডলি জৈনের হাতের ছোঁয়ায় সেজে উঠেছেন বহু তারকা। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, ডলির হাতে শাড়ি পরেছেন সকলেই। শাড়ি পরাতে লাখ খানেক টাকা নিয়ে থাকেন বর্তমানে তিনি। গোটা আম্বানি পরিবারের সাজ-ই তাক লাগাচ্ছে। রাধিকা এক এক অনুষ্ঠানে পরছেন চোখ ধাঁধানো সব ল্যাহেঙ্গা-শাড়ি। এই সাজের নেপথ্যে রয়েছেন কলকাতার এক মহিলা, জানেন কি?
ডলি জৈন (Dolly Jain)। রাধিকা এমন কি নীতা আম্বানিকে শাড়ি পরানোর দায়িত্ব ছিল ডলির ওপরেই। সেই কাজটি করে বিস্তর প্রশংসাও কুড়িয়েছেন ডলি।
বিয়ের পর কলকাতায় আসা ডলির। ঝুলিতে রয়েছে ৩২৫ রকমের শাড়ি পরানোর বিশ্ব রেকর্ড। আলিয়া থেকে দীপিকা, সকলকেই শাড়িতে অনন্যা করে তোলার পেছনে রয়েছে ডলির হাত। সম্প্রতি আলিয়ার মেটগালার সাজ তো ভাইরাল হয়েছিল, সেটিও পরিয়েছিলেন ডলিই।
প্রিওয়েডিং-এর একাধিক অনুষ্ঠানে এবং সঙ্গীতে ডলির পরানো শাড়িতে রূপকথা রচনা করেছেন রাধিকা-নীতারা। তাই ডলি নিজেও সেই রূপকথার অন্যতম কাণ্ডারি।